নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : ২০০৫ সালের ২৮ ফেব্রুয়ারী মৃত্যুবরণ করেন বিশিষ্ট রাজনীতিক, সমাজ সেবক ন্যাপের সাবেক সভাপতি ও মো.শামসুল হক। একাধারে তিনি ছিলেন, মহান মুক্তিযুদ্ধের একজন সংগঠকও। নারায়ণগঞ্জের সমাজ সেবক হিসেবেও ব্যাপক পরিচিতি ছিল তাঁর।
পেশায় তিনি ছিলেন একজন আয়কর উপদেষ্টা। ১৯৮৪ সালে ফতুল্লার এনায়েত নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও নির্বাচিত হয়েছিলেন তিনি। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় শিশুদের লেখা পড়ার জন্যএনায়েতনগরে তিনি গড়ে তুলেছিলেন হরিহর পাড়া উচ্চ বিদ্যালয়ের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন ন্যাপ নেতা শামসুল হক। এনায়েত নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার পর তিনি এলাকায় বিভিন্ন রাস্তাঘাট উন্নয়নসহ ইউনিয়নটিকে সাজাতে ব্যাপক কাজ করেছিলেন তিনি। আগামীকাল মরহুম শামসুল হকের ১৪ তম মৃত্যু বার্ষিকী।
এ উপলক্ষ্যে শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহবুবুল হক মাসুদের উদ্যোগে আগামীকাল বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারী) সকালে মাসদাইর পৌর কবরস্থানে মরহুমের সমাধিতে পুস্পস্তবক অর্পণ, দুপুরে কোরানখানি ও কাঙালি ভোঁজ ও বিকেলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। অনুষ্ঠানে বিভিনন্ন সামাজিক ও রাজিৈনতিক ব্যাক্তি বর্গ উপস্থিত থাকবেন।