নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন পাওয়ার বিষয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো তথ্য গুজব বলে নিশ্চিত করেছেন তার আইনজীবী। ফেসবুকে যমুনা টিভির আদলে তৈরি একটি ভুয়া ফটোকার্ডে দাবি করা হয়, তিনি জামিনে মুক্তি পেয়েছেন। তবে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এসব তথ্য ভুয়া প্রমাণিত হয়েছে।
গত ৯ মে (শুক্রবার) জুলাই অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড ও হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর সোমবার (১৯ মে) রাতে কিছু ফেসবুক পোস্টে দাবি করা হয়, তিনি জামিনে মুক্তি পেয়েছেন। ওই দাবির সঙ্গে একটি ফটোকার্ডও ছড়ানো হয়, যাতে লেখা ছিল, “জামিনে মুক্তি পেলেন এমপি আইভী।
তবে ফ্যাক্টওয়াচ যাচাই করে জানতে পারে, এই দাবির কোনো ভিত্তি নেই। যমুনা টিভির আদলে তৈরি ফটোকার্ডটি তাদের অফিসিয়াল পেজ বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পাওয়া যায়নি। কার্ডটিতে ব্যবহৃত ফন্ট যমুনা টিভির প্রচলিত ফন্টের সঙ্গেও মিল খায় না। উপরন্তু, দেশের কোনো প্রধান সংবাদমাধ্যমেও আইভীর জামিন পাওয়ার বিষয়ে কোনো প্রতিবেদন প্রকাশিত হয়নি।
আইভীর আইনজীবী, এডভোকেট মাহবুবুর রহমান মাসুম ফ্যাক্টওয়াচ-কে বলেন, “আইভীর জামিন সংক্রান্ত প্রচার সম্পূর্ণ গুজব। এখনো তিনি গ্রেপ্তার অবস্থায় রয়েছেন।
ফ্যাক্টওয়াচ জানায়, সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন সংক্রান্ত ফেসবুকে ছড়ানো তথ্যে কোনো সত্যতা নেই। যমুনা টিভির নামে প্রচারিত ভুয়া ফটোকার্ড ও সংক্রান্ত পোস্টগুলো উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর।