আইনজীবী সমিতি নির্বাচনের ভোট গ্রহণ শুরু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে জজ কোর্ট ভবনে এ ভোট গ্রহণ শুরু হয়। এ ভোট গ্রহণ চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। সকাল থেকেই আইনজীবীরা উসবমূখর পরিবেশের মধ্যে দিয়ে ভোট দিচ্ছেন। আজ ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে তারা বেছে নিবেন (২০১৯-২০ বর্ষ) আগামী দিনে আইনজীবীদের ভবিষ্যৎ।

এবারের নির্বাচনে ১৭টি পদের বিপরীতে ৩৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের মধ্যে বিএনপি সমর্থিত নীল প্যানেলের ১৬ জন এবং আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের ১৭ জন। তবে এবার কোন স্বতন্ত্র প্রার্থী অংশ নেয়নি।

নির্বাচন কমিশন জানান, এবারের নির্বাচনে সমিতির ৯২৮ জন ভোটার ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে বেছে নিবেন পরবর্তী ১ বছরের জন্য সমিতি পরিচালনা পরিষদকে। তারপরেও সাধারণ আইনজীবীদের আগ্রহের কেন্দ্রবিন্দু হলো কারা পরবর্তী ১ বছরের জন্য আইনজীবী সমিতি পরিচালনার দায়িত্বে আসছে। এবারও কি বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থীতরা জিতবে নাকি তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থীতরা জিতবে, এমন নানামুখী আলোচনার উত্তর পাওয়া যাবে বৃহস্পতিবার রাতের মধ্যেই। বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণের পর শুরু হবে ভোট গণনা। ভোট গ্রহণ শেষ হওয়ার পরই ফলাফল পাওয়া যাবে।

এবছর নীল প্যানেলের প্রার্থীরা হলেন, সভাপতি পদে সরকার হুমায়ন কবীর, সাধারণ সম্পাদক পদে মো. আবলি কালাম আজাদ জাকির, সিনিয়র সহ-সভাপতি পদে মো. রেজাউল করিম খান রেজা, সহ-সভাপতি পদে মো. গিয়াসউদ্দিন মিঞা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. সাহিদুল ইসলাম টিটু, কোষাধ্যক্ষ পদে নজরুল ইসলঅম মাসুম, আপ্যায়ন সম্পাদক পদে কায়সার আলম চৌধুরী টুটুল, লাইব্রেরী সম্পাদক পদে শারমিন আক্তার, ক্রীড়া সম্পাদক পদে শেখ আনজুম আহমেদ রিফাত, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে রাসেল প্রধান, সমাজ সেবা সম্পাদক পদে আসমা হেলেনা, আইন ও মানবাধিকার সম্পাদক পদে রোকন উদ্দিন।

এছাড়া কার্যকরি সদস্য পদে রয়েছেন মো. আহসান হাবিব ভূঞা, ফজলুর রহমান ফাহিম, আমিনুল ইসলাম ও সারোয়ার জাহান।

এদিকে সাদা প্যানেলের প্রার্থীরা হলেন, সভাপতি পদে হাসান ফেরদৌস জুয়েল, সাধারণ সম্পাদক পদে মোহসীন মিয়া, সিনিয়র সহ-সভাপতি পদে আলী আহাম্মেদ ভূঁইয়া, সহ-সভাপতি পদে বিদ্যুত কমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ পদে মো. আব্দুর রউফ মোল্লা, আপ্যায়ন সম্পাদক পদে মনিরুজ্জামান কাজল, লাইব্রেরী সম্পাদক পদে সুবাস বিশ্বাস, ক্রীড়া সম্পাদক পদে মাসুদ রানা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাজ্জাদুল হক সুমন, সমাজসেবা সম্পাদক পদে মো. রাশেদ ভূইয়া ও আইন এবং মানবাধিকার সম্পাদক পদে রয়েছে মো. স্বপন ভূঁইয়া।

এছাড়া কার্যকরি সদস্য পদে রয়েছে মো. আনোয়ার হোসেন ভূঁইয়া, হাছিব-উল-হাছান, নূসরাত জাহান, মশিউর রহমান ও আব্দুল মান্নান।

নির্বাচন পরিচালনা বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব রয়েছেন সিনিয়ির আইনজীবী আখতার হোসেন। এছাড়া সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন মেরিনা আক্তার। বোর্ডের অপর সদস্যরা হলেন আবদুর রহিম, আশরাফ ও সুখচাঁন বাবু।

প্রসঙ্গত, গত ৮ জানুয়ারী নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, মনোনয়ন সংগ্রহের তারিখ ছিলো ৯ জানুয়ারী থেকে ১১ জানুয়ারী। যাচাই বাছাই ও প্রাথমিক বৈধ প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে ১২ জানুয়ারী, মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ছিলো ১৫ জানুয়ারী। চূড়ান্ত বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হয় ১৬ জানুয়ারী এবং আগামী ২৪ জানুয়ারী হবে ভোট গ্রহণ।

add-content

আরও খবর

পঠিত