নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আসন্ন নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আদালত পাড়ায় প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ সমর্থিত মোহসীন-মাহাবুব প্যানেলের যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী এড. বরুন চন্দ্র দে। বিজয়ী হলে নারায়ণগঞ্জ বারের উন্নয়নে সর্বদা পাশে থাকার প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন তিনি।
এদিকে, গত নির্বাচনে মোহসীন-মাহবুব প্যানেলের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এড. বরুন চন্দ্র দে কে ভোট দিয়ে জয়যুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন সাধারণ আইনজীবীরা। প্রচারণায় আইনজীবীদের স্বতষ্ফুর্ত অংশগ্রহণ তারই ইঙ্গিত বহন করে।
জানা যায়, ২০০৫ সালে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. মাসুদু রউফের হাত ধরে আইনাঙ্গনে প্রবেশ করেন এড. বরুন চন্দ্র দে। এরপর থেকে দীর্ঘ ১৫ বছর ধরে আওয়ামী পন্থী আইনজীবীদের সাথেই কাজ করে যাচ্ছেন এই আইনজীবী। বিগত বার নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মলীত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলে যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে নির্বাচন হন। তারই ধারাবাহিকতায় প্রথমবারের মতো আইনজীবীদের নজরে আসেন তিনি। গত বছরে করোনাকালীন সময়ে সকল আইনজীবীদের খোজ খবর নেওয়া থেকে শুরু করে আইনজীবীদের জন্য বরাদ্দকৃত অর্থ এড মমিনের সহায়তায় আইনজীবীদের দাড়ে দাড়ে পৌছে দিয়েছেন তিনি। যার ফলশ্রুতিতে এই বছর আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মলীত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলে সহ-সভাপতি পদে এড. বরুন চন্দ্র দে এর পুনরায় নির্বাচিত হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন আইনজীবীরা।
নির্বাচনে নিজের প্রতিশ্রুতি জানতে চাইলে প্রথমেই নারায়ণগঞ্জ-৪ ও ৫ আসনের সাংসদ একে এম শামীম ওসমান ও একে এম সেলিম ওসমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তিনি জানান, আইনজীবীদের স্বার্থে ওসমান ভাতৃদ্বয় যে অবদান রেখেছেন, তা ভুলার নয়। যতদিন নারায়ণগঞ্জ বার থাকবে, বারের ইতিহাসে একেএম সেলিম ওসমান ও একেএম শামীম ওসমানের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
তিনি আরো জানান, আমি নির্বাচিত হলে আইনজীবীদের উন্নয়নে সর্বদা তাদের পাশে থাকবো। বিশেষ করে বার ভবনের অসম্পন্ন কাজ সম্পন্ন করে আইনজীবীদের ফেরারি জীবনের অবসান ঘটাতে দ্রুত পদক্ষেপ নিব। এছাড়াও আইনজীবীদের স্বার্থে মোহসীন-মাহাবুব এর নেতৃত্বে কাজ করে যাবো। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি দাবি করে তিনি বলেন, আমি সব সময় আইনজীবীদের স্বার্থ উদ্ধারে কাজ করে যাচ্ছি। ভোটারদের স্বতষ্ফুর্ত সমর্থন রয়েছে আমার প্রতি। জয়ের ব্যপারে আমি শতভাগ আশাবাদী। বিজয়ী হলে আমি আইনজীবীদের ভোটের পূর্ণ মর্যাদা দিবো।
তরুন আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, আদালতের তরুনে আইনজীবীরা আমার পক্ষে আছে। আমি নির্বাচিত হলে আদালতে তাদের সুযোগ সুবিধার দিকটি সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখবো। তাদের প্রয়োজনে সব সময় তাদের পাশে থেকে সহযোগীতা করবো। তারা আমাকে আশ্বস্ত করেছে। বার ভবনের স্বপ্ন পুরন করতে তারা আমার পাশে আছে। তাদের শক্তিতেই আমি নির্বাচিত হবো।