আইনজীবী নির্বাচনে বিএনপি সমর্থকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান খোরশেদের

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ থানায় দায়েরকৃত নাশকতার মিথ্যা মামলায় ০৫(০১)১৫ নং মামলায় হাজিরা শেষে আসন্ন নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতি নির্বাচনে জাতীয়তাবাদী প্যানেলের পক্ষে প্রচারণায় অংশ নেন বিএনপির বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এসময় তারা দলীয় প্রার্থীদের সাথে মত বিনিময় করেন ও অন্যান্য আইনজীবীদের কাছে দলীয় প্রার্থীদের কাছে ভোট প্রার্থনা করেন।

এসময় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ দলীয় আইনজীবীদের ঐক্যবদ্ধ হয়ে হওয়ার আহবান জানিয়ে বলেন, আওয়ামী শাষনামলে নির্বাচন প্রক্রিয়ার মৃত্যু হয়েছে। জাতীয় নির্বাচন থেকে শুরু করে সকল পর্যায়ে নির্বাচনকে কুক্ষিগত করা হয়েছে। নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনও এর বাইরে না। তবুও গনতন্ত্র রক্ষা ও আন্দোলনের অংশ হিসাবে নির্বাচনে অংশ করায় কাউন্সিলার খোরশেদ আইনজীবীদের ঐক্যবদ্ধ ভাবে ভোট লুটের বিরুদ্ধে প্রতিরোধ করার আহবান জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব, জেলা যুবদলের সভাপতি শহীদুল ইসলাম টিটু, বিএনপি নেতা নুরুল হক চৌধুরী দিপু, মাসুদ রানা, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সহ সভাপতি রাফিউদ্দিন রিয়াদ, নারায়ণগঞ্জ যুবদলের সহ সভাপতি আকতার হোসেন খোকন শাহ, যুগ্ম সম্পাদক আল-আমিন খান, মাহাবুব হাসান জুলহাস প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত