অ‌গ্নিকান্ডে বিআইড‌ব্লিউ‌টিএ বড় ক্ষ‌তি ‌থে‌কে রক্ষা পাওয়ায় কুমু‌দি‌নি‌তে দোয়া

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা  ) : বিআইড‌ব্লিউ‌টিএ অগ্নিকান্ডে বড় ক্ষ‌তি ‌থে‌কে রক্ষা পাওয়ায় কুমু‌দি‌নি‌তে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২৯ ন‌ভেম্বর  বৃহস্প‌তিবার  বাদ আসর উওর কুমুদিনী বাগান এলাকাবাসীর পক্ষ থেকে এ আ‌য়োজন করা হয়। এসময় একেএম শামীম ওসমান ও সেলিম ওসমান এর জন্য দোয়া করা হয়। প‌রে সক‌লের মা‌ঝে নেওয়াজ বিতরণ করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ এর সহ- সভাপতি মো. রবিউল হোসেন, কুমুদিনী পঞ্চায়েত কমিটির সভাপতি মো. ইউসুফ সরদার, সহ সভাপতি নুর মুহাম্মদ সরদার, সাধারণ সম্পাদক টিটু সরদার সহ এলাকার মুরুব্বিগন।

add-content

আরও খবর

পঠিত