অয়ন ওসমানের বিরুদ্ধে সংবাদ প্রকাশে ফতুল্লায় মানববন্ধন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ছাত্রলীগের জেলা ও মহানগর কমিটি নিয়ে স্থানীয় এক পত্রিকায় অয়ন ওসমানের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার প্রতিবাদে মানববন্ধন করেছে ফতুল্লার ছাত্র ও যুব সমাজ। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে ফতুল্লা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের সভাপতিত্ব করেন শাহিন নামের এক তরুণ।

মানববন্ধনে বলায় হয়, তরুণ প্রজন্মের অহংকার একেএম অয়ন ওসমানকে নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। যা পুরোপুরি ভিত্তিহীন। তাই এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি পত্রিকার সম্পাদককে ক্ষমা চাইতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, ইমরান হোসেন শুভ, আলামিন, ইব্রাহিম তৌকির গাজী শান্ত, শাওন শেখ ও অনিক।

প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর স্থানীয় এক পত্রিকায় (নারায়ণগঞ্জ ছাত্রলীগেও অসন্তোষ) শিরোনামে একটি৫ সংবাদ প্রকাশ করা হয়। এ সংবাদের পরই ক্ষোভ দেখা দেয় স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে।

 

add-content

আরও খবর

পঠিত