অয়ন ওসমানের পক্ষে বিশাল মিছিল নিয়ে বন্দর সমরক্ষেত্র সভায় যোগদান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : অয়ন ওসমানের পক্ষে সোয়ান ভুইয়া ও মো. মেকলিন খন্দকারের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে বন্দর সমর ক্ষেত্র নির্বাচনী কর্মী সভায় যোগদান করেছেন। ১৪ ডিসেম্বর শুক্রবার বিকালে উত্তর চাষাঢ়া এলাকা থেকে মহাজোটের  প্রার্থী এ.কে.এম সেলিম ওসমানের পক্ষে লাঙ্গলের প্রচারণা চালায় ছাত্রলীগ।

উত্তর চাষাঢ়া থেকে‌ র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে বন্দর সমর ক্ষেত্র নির্বাচনী কর্মী সভায় যোগদান করেন। ঐ সময় ছাত্রলীগের প্রচারণা জনসমুদ্রে পরিনত হয়। পাশাপাশি লাঙ্গলের শ্লোগানে সদর ও বন্দরের রাজপথ প্রকম্পিত হয় । প্রচারণায় সাধারণ ভোটারদেরও দৃষ্টি আকর্ষণ করেছে ছাত্রলীগের নেতৃবৃন্দরা।

প্রচারণায় উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সেলিম ওসমানকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে পুণরায় নির্বাচিত করার আহ্বান জানান ছাত্রলীগের নেতৃবৃন্দরা।

এ সময় উপস্থিত ছিলেন, মুনতাসির, রাজিব সাহা , মো. সাদিকুর রহমান সাদ্দাম, মো. কামরুল হাসান নিকসন, মো. সজল, মো. নুরুল হক, মো. রোমান মিধা, মো. রিপন, মো. বিপ্লব, মো. রাসেল, মো. রাইহান ও প্রমূখ।

add-content

আরও খবর

পঠিত