নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সাংসদ শামীম ওসমান পুত্র অয়ন ওসমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় পেশকার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় সেহরি বিতরণ করা হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) দিবাগত রাতে ৫ নং ওয়ার্ডস্থ সোনার মদিনা ইসলামী একাডেমী ও গাউছিয়া খলিলিয়া সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসায় এ কর্মসূচী পালন করা হয়।
ওইসময় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব নাজমুল হাসান সাজনের সার্বিক তত্ত্বাবধানে এতিম শিক্ষার্থীদের সেহরি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, পেশকার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি আহসান উল ইউসুফ শাকিল, কার্যকরি সদস্য আবদুল হালিম রিপন ও ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ।