অয়ন ওসমানের জন্মদিনে ছাত্রলীগ নেতা আসিফের উদ্যোগে দোয়া

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর সংবাদদাতা ) : নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের পুত্র অয়ন ওসমানের ৩১তম জন্মদিন উপলক্ষ্যে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাফায়েত হোসেন আসিফের উদ্যোগে মিলাদ-দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে শহরের গভ.মেন্ট গালর্স স্কুলের সামনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফেল প্রধান।

দোয়া মাহফিলে তারুন্যের অহংকার অয়ন ওসমানের দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি নারায়ণগঞ্জের প্রাণপুরুষ একেএম শামীম ওসমান এবং ওসমান পরিবারের অন্যান্য সদস্যদের সু-স্বাস্থ্য কামনায় দোয়া করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, এনায়েত নগর ৯নং ওয়ার্ড মেম্বার কামরুল হাসান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ফিরোজ মাহমুদ সামা, অয়ন ওসমানের বন্ধু সুমিত, ফয়সাল, জুয়েল, ছাত্রলীগ নেতা ইমরান, পিয়াস, রায়হান, সোহান, ফাহিম প্রমূখ।

add-content

আরও খবর

পঠিত