নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : এমপি শামীম ওসমানের পুত্র অয়ন ওসমানের উদ্যোগে ফতুল্লার বিভিন্ন এলাকায় মশার ওষুধ ছিটানো হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে মাস ব্যাপী মশক নিধন কর্মসূচীর ঘোষনা দিয়েছেন বর্তমান নারায়ণগঞ্জে তারুন্যের অনুপ্রেরণা অয়ন ওসমান।
২৫ আগস্ট শনিবার দিন ব্যাপী এলাকাবাসীকে মাইকিং করে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা ও মশার বংশ-বিস্তাররোধ সম্পর্কে সচেতন করা হয়। ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচীর তৃতীয় দিনে ফতুল্লার পোসার পুকুর পাড়, লালপুর, আল-আমিনসহ বিভিন্ন এলাকায় মশার ওষুধ ছিটানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান জুয়েল, বাসেদ প্রধান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুব হাসান সৌরভ, কামরুল ইসলাম কাজল, রায়হান, শিপন, লিটন, অন্ত, মিলন প্রমুখ।