নারায়ণগঞ্জ বার্তা ২৪ : করোনা ভাইরাসের কারনে নারায়ণগঞ্জ জেলার অনেক মানুষই হয়ে পড়েছেন কর্মহীন। রিক্সাচালক, ভ্যানচালক, দিনমজুরদের মতো ভাসমান শ্রমিকের সংখ্যা অনেক বেশি। সংসার চালাতে হিমশিম খাওয়া ওইসব মানুষদের কথা বিবেচনা করে নারায়ণগঞ্জ-০৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান এর পুত্র অয়ন ওসমান এর পক্ষে দেয়া হচ্ছে ঈদ উপহার। আর তা দিতে মধ্যরাতে ওইসব খেটে খাওয়া মানুষগুলোর ঘরের দরজায় গিয়ে হাজির হচ্ছেন দুই বন্ধু।
যাদের একজন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান শুভ্র ও অপরজন রাইসুল আহম্মেদ রবিন। তাদের উদ্যোগে ইতমধ্যেই ইসদাইরের ১০০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হযয়েছে। এছাড়াও তাদের সাথে সহযোড়ীতায় পিছু হটেনি অন্যান্য সহকর্মীরাও। তারা হল, ছাত্রলীগ নেতা- নাইমূর রহমান রানা, আবির হাসান, হৃদয়, সাইদুল, আব্দুর রহিম, শোয়েব, মামুন, রোকন শুভ, মিলন, আরিফুল ইসলাম সিফাত, সাব্বির প্রমুখ।