নারায়ণগঞ্জ বার্তা ২৪ : রাতুল মটরসের পক্ষ থেকে রান্না করা খাবার দিলেন প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী শেখ মো.ফারুক। শুক্রবার (২২মে) বিকালে শহরের বিভিন্নস্থানে ঘুরে ঘুরে দু:স্থদের হাতে তিনি ইফতার হিসেবে এ খাবার তুলে দিয়েছেন। এসময় ২৫০ জন অসহায়দের মাঝে এ খাদ্য সহযোগীতা করা হয়েছে। পাঁচ দিনের জন্য হাতে নেয়া এই কর্সূচীর আজ ছিল শেষ দিন।
জানা গেছে, পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতিদিন ২৫০জন দু:স্থ্ মানুষের জন্য এ বিতরণ অব্যাহত ছিল। তাছাড়া রবিবার, সোমবার, বুধবার, শুক্রবার নির্ধারিত এ চারদিন খাবারের সাথে করা হয়েছিল বিশেষ ত্রাণের ব্যবস্থা।
উল্লেখ্য, নারায়ণগঞ্জে অন্যতম মোটর সাইকেল শোরুম হিসেবে পরিচিত রাতুল মটরস। শহরের মাসদাইর গোরস্থান সংলগ্ন রাতুল মোটরস এর শোরুমটি অবস্থিত।