অসহায়‌দের পাশে থাকার অনু‌রোধ জানা‌লেন ডি‌সি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : পবিত্র মাহে রমজান উপলক্ষে ছিন্নমূল অসহায় দুস্থদের মাঝে সেহেরিতে খাবার বিতরণ করলো নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। বিদ্যমান করোনা পরিস্থিতিতে লকডাউন বিবেচনায় ১৫ই এপ্রিল শুক্রবার মধ্যরাতে সেহেরির আগে এই খাবার বিতরণ করা হয়। সময় শহরের চাষাড়া, রেল স্টেশন ফেরি ঘাট এলাকা সহ বিভিন্ন স্থানে দুই শতাধিক ছিন্নমূল অসহায় দুস্থদের মাঝে এই খাবার বিতরণ করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

বিষয়ে নায়ায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ জানানআমরা অসহায়, খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে  সেহেরিতে তাদের মাঝে খাবার বিতরণ করেছি। সমাজের বিত্তবান সামর্থ্যবানদের প্রতিও অনুরোধ থাকবে তারাও যেন এই অসহায় মানুষদের পাশে দাঁড়ান।

add-content

আরও খবর

পঠিত