নারায়ণগঞ্জ বার্তা ২৪ : পবিত্র মাহে রমজান উপলক্ষে ছিন্নমূল ও অসহায় দুস্থদের মাঝে সেহেরিতে খাবার বিতরণ করলো নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। বিদ্যমান করোনা পরিস্থিতিতে লকডাউন বিবেচনায় ১৫ই এপ্রিল শুক্রবার মধ্যরাতে সেহেরির আগে এই খাবার বিতরণ করা হয়। এ সময় শহরের চাষাড়া, রেল স্টেশন ও ফেরি ঘাট এলাকা সহ বিভিন্ন স্থানে দুই শতাধিক ছিন্নমূল ও অসহায় দুস্থদের মাঝে এই খাবার বিতরণ করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
এ বিষয়ে নায়ায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ জানান, আমরা অসহায়, খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে সেহেরিতে তাদের মাঝে খাবার বিতরণ করেছি। সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের প্রতিও অনুরোধ থাকবে তারাও যেন এই অসহায় মানুষদের পাশে দাঁড়ান।