নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ সিফাত লিংকন ) : ব্যপক উৎসাহ উদ্দিপনায় শান্তিপূর্ণ ভোট গ্রহনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচন। বিপুল ভোটের ব্যবধানে এবারো বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক জুয়েল-মোহসীন। সেই সাথে অসমাপ্ত কাজ সম্পন্নের চ্যালেঞ্জে আইনজীবীদের জন্য ডিজিটাল বার ভবন নির্মাণের প্রতিশ্রুতি বাস্তবায়নসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের পরিসমাপ্তির দায়িত্ববোধ এখন তাদের জন্য আরো কয়েকগুণ বেড়ে গেলো।
বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) জজ কোর্টের ৩য় তলায় অর্থঋণ আদালতে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আইনজীবীরা তাদের ভোটাধীকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনের দেয়া তথ্যানুসারে মোট ৯২৬ ভোটের মধ্যে ৯১০ ভোটকাস্ট হয়েছে । ১৬ জন আইনজীবী তাদের ভোট দেননি। এ নির্বাচনে ১৭ পদের মধ্যে সভাপতি, সম্পাদক, যুগ্ম সম্পাদক, ক্রীড়াসম্পাদক ও কার্যকরী সদস্য পদ সহ ১৬টি পদে জয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। আর বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ পরাজয় বরণ করে কার্যকরী সদস্য পদ থেকে ১টিতে জয় লাভ করেছে। দিনগত রাত ১টায় প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আখতারহোসেন এ ফল ঘোষণা করেন।
এছাড়াও সহকারী নির্বাচন কমিশনারহিসেবে দায়িত্ব পালন করেন এডভোকেট মেরিনা বেগম, এডভোকেট আব্দুর রহিম, এডভোকেট আশরাফ এবং এডভোকেট সুখচান বাবুদায়িত্বে রয়েছেন। এছাড়া আপিল বিভাগে রয়েছেন এডভোকেট শওকতআলী, এডভোকেট রমজান আলী ও এডভোকেট ইমদাদুল হক তারাজ উদ্দিন।
এ নির্বাচনে সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবীসমন্বয় পরিষদ প্যানেলের এডভোকেট হাসান ফেরদৌস জুয়েল পেয়েছেন ৬৯৪ ভোট এবং সাধারণ সম্পাদক পদে এডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া ৬২৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল থেকে সভাপতি পদে এডভোকেট সরকার হুমায়ূন কবির পেয়েছেন ১৯৭ভোট এবং সাধারণ সম্পাদক পদে এডভোকেট আবুল কালাম আজাদ জাকির পান ২৬১ ভোট।
সিনিয়র সহ-সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের এড. আলী আহম্মেদ ভূইয়া ৫৫৫ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের এডভোকেট রেজাউল করিম খান রেজা ৩৩০ভোট ।
সহ-সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের এড. বিদ্যুত কুমার সাহা পেয়েছেন ৪৯১ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের এড. মোহাম্মদ গিয়াস উদ্দিন মিঞা ৩৮৬ ভোট পেয়েছেন।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের এড. মো. মাহাবুবুর রহমান ভোট পেয়েছেন ৬৬০ টি। তার প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের এড. সাহিদুল ইসলাম টিটু পেয়েছেন২৩০ভোট।
কোষাধ্যক্ষ পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয়পরিষদের এডভোকেট মো. আব্দুর রউফ মোল্লা পেয়েছেন ৪৫২ ভোট।জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের এডভোকেট নজরুল ইসলাম মাসুম ৪৩৬ ভোট পেয়েছেন।
আপ্যায়ন সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের এডভোকেট মোহা. মনিরুজ্জামন কাজল পেয়েছেন ৫১৩ ভোট। প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের এডভোকেট কায়সার আলম চৌধুরী টুটুল ৩৬১ ভোট পেয়েছেন।
লাইব্রেরী সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবীসমন্বয় পরিষদের এডভোকেট সুবাস বিশ্বাস পেয়েছেন ৫১৯ ভোট। তারপ্রতিদ্বন্দ্বি ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের এড. শারমীন আক্তার ৩৬৩ ভোট পেয়েছেন।
ক্রীড়া সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবীসমন্বয় পরিষদের এডভোকেট মাসুদ রানা ৪৫২ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের এডভোকেট শেখ আনজুম আহমেদ রিফাত পান ৪২৪ ভোট।
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিতআইনজীবী সমন্বয় পরিষদের এডভোকেট সাজ্জাদুল হক সুমন পান ৪৪২ ভোট।জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের এডভোকেট মো. রাসেল প্রধান পেয়েছেন ৪১৭ ভোট।
সমাজ সেবা সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবীসমন্বয় পরিষদের এড.মোহাম্মদ রাশেদ ভূইয়া পান ৫৫৪ ভোট। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের এডভোকেট আসমা হেলেন বিথী পান ৩১০ ভোট।
আইন ও মানবাধিকার সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের এডভোকেট মোহাম্মদ স্বপন ভূইয়া পান ৫২৮ ভোট। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের এডভোকেট মো.রোকন উদ্দিন পান ৩৩০ ভোট।
কার্যকরী সদস্য পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের এডভোকেট আনোয়ার হোসেন ভূইয়া ৪১৮, হাছিব উল হাছান রনি৬২৫, নুসরাত জাহান তানিয়া ৫৩২, মশিউর রহমান৫২৪, মান্নান ৫৩৯।
একই পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের এড. আহসান হাবিব ভূইয়া ৪৭০ ভোট পেয়ে জয় লাভ করে।অন্যরা এড. মো.ফজলুর ৪৩১, এড. আমিনুল ৩৪৪, এড. সারোয়ার ২৩০ ভোট পেয়ে পরাজয় বরণ করে।