অশোভন আচরণের অভিযোগে এস আই রক্তিম ক্লোজড

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বাবু চন্দন শীলের সঙ্গে অশোভনীয় আচরণের অভিযোগে ফতুল্লা মডেল থানার এস.আই হেদায়েত হোসেন রক্তিমকে ক্লোজ করা হয়েছে। রোববার (৫ আগস্ট) রাতে পুলিশ সুপারের নির্দেশে তাকে ক্লোজড করা হয়। এসআই রক্তিমকে সোমবার (৬ আগস্ট) দুপুরে ফতুল্লা মডেল থানা থেকে জেলা পুলিশ লাইনে পাঠিয়ে দেয়া হয়।

এস আই রক্তিম গণমাধ্যমকে জানান, চন্দন শীল আমার সঙ্গে ব্যবহার খারাপ করেছে। আমি ও আমার ফোর্স তাকে রক্ষা করার জন্য গেলাম ও তার গাড়ী পিকেটারদের ভাংচুর থেকে রক্ষা করলাম। তাই আমার আজ ক্লোজড হতে হলো।

সূত্রে জানা যায়, গত শনিবার সকালে নিরাপদ সড়ক চাই দাবীতে ঢাকা – নারায়ণগঞ্জ লিংক রোড সাইন বোর্ড ও ভূইগড় এলাকায় বিভিন্ন স্কুলের ছাত্ররা বিক্ষোভ করে। এ সময় নারায়ণগঞ্জ জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বাবু চন্দন শীল তার ব্যক্তিগত গাড়ী নিয়ে সাইন বোর্ড হতে নারায়ণগঞ্জ আসার জন্য রওয়ানা দেন।

জালকুড়ি এলাকায় তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। চন্দন শীলের অভিযোগ পুলিশের উপস্থিতিতে শিক্ষার্থীরা তার সঙ্গে র্দুব্যবহার করে। এসময় ডিউটিরত থাকা ফতুল্লা মডেল থানার এস.আই হেদায়েত হোসেন রক্তিমও তার সঙ্গে অশোভনীয় আচরণ করেছে। এ ব্যাপারে জেলা পুলিশ সুপারের কাছে জানালে পুলিশ সুপার মঈনুল হক তাকে রোববার রাতে ক্লোজড করেন।

add-content

আরও খবর

পঠিত