নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ক্রিকেট তাকেও বানিয়েছে তারকা। তবে সাকিব-তামিমদের মত তিনি মাঠে খেলেন না। বরং ক্রিকেটারদেরই সমর্থন দিয়ে যান গ্যালারি থেকে। গ্যালারিতে তাদের অভিনব উপস্থিতি ও নিবেদন টাইগার মিলনদের দিয়েছে তারকার সম্মান।
মাশরাফী তাদের নাম জানেন। সাকিব তাদের ভালো করেই চেনেন। বাংলাদেশের কোনো টুর্নামেন্টের আগে বিসিবি পাড়ায় তাদের নিয়মিত দেখা যায় লাল-সবুজের পতাকা হাতে। খেলোয়াড়রা বাস থেকে নেমে কোনোদিক তাকানোর আগেই তাদের হাতের ছোঁয়া পান। সেই তাদেরই দুই জন টাইগার মিলন ও টাইগার শোয়েব। বাঘ সেজে উপস্থিত থাকেন মাঠে।
তবে চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত মাঠে বসে বাংলাদেশ দলকে সমর্থন দিতে পারেনি টাইগার শোয়েব ও টাইগার মিলনের কেউই। ইংল্যান্ডের ভিসা পাওয়া অন্যান্য অনেক দেশের চেয়ে কিছুটা জটিল। সেই জটিলতায় এখনো তারা দেশে। তবে এবার মাশরাফী-সাকিবদের সমর্থন দিতে পারছেন একজন। টাইগার মিলনের ভিসা হয়েছে। শোয়েবের ভিসার কাজ এগোচ্ছে। মিলনের ভিসার খবর নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম।
নিজের ফেসবুক পাতায় শাহরিয়ার আলম জানান, টাইগার মিলনের ভিসা হয়েছে। সে তার হুংকার দিতে লন্ডন রওনা হচ্ছে ! আরেক টাইগারকে ২৭ জুন বুধবার আবার আবেদন করিয়েছি, দেখা যাক।
বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকেই ইংল্যান্ড যাওয়া নিয়ে তোড়জোড় ছিল দুই জনপ্রিয় ক্রিকেট ভক্তের। ভিসা জটিলতায় সেটা হচ্ছিল না।
বাংলাদেশ এরই মধ্যে বিশ্বকাপে নিজেদের সাতটি ম্যাচ খেলে ফেলেছে। বাকী আছে দুটি ম্যাচ। আগামী ২ জুলাই ভারতের বিপক্ষে খেলার পর ৫ জুলাই শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। সাত ম্যাচে সমান তিনটি করে জয়-পরাজয়ে বাংলাদেশের পয়েন্ট ৭। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় এক পয়েন্ট পায় বাংলাদেশ। ৭ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে থাকা টিম টাইগার্সের সেমিফাইনালের আশা এখনো টিকে আছে।