অবশেষে তেল চোর ইকবাল হোসেন গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : অবশেষে তেল চোর ইকবাল হোসেনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশের একটি টিম। শুক্রবার (১৫ মার্চ) ফতুল্লা লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তেল চোর আসামী ইকবাল হোসেন তেল চুরির ঘটনা স্বীকার করে এবং অন্যের প্ররোচনায় ডিবি পুলিশের  বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে স্বীকার করে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলমের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। নারায়ণগঞ্জ জেলা পুলিশ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম বলেন, অন্যায়ের বিরুদ্ধে তথা ভূমিদস্যু, চাঁদাবাজ, সন্ত্রাসী, জঙ্গীবাদ, জুট সন্ত্রাসী সহ মাদক ও তেল চোরাকারবারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। যা আরো বেগবান করা হয়েছে। এ সময় তিনি নারায়ণগঞ্জের সম্মানিত নাগরিকবৃন্দদেরকে অন্যায়-অপরাধ সম্পর্কিত তথ্য দিয়ে পুলিশকে সহযোগীতা করার আহ্বান করেন।

add-content

আরও খবর

পঠিত