নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে কত জল্পনা-কল্পনা হয়েছে এত দিন। সব জল্পনা-কল্পনার ইতি ধোনি নিজেই টানলেন শনিবার। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দিলেন, শেষ হয়েছে তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের বর্ণাঢ্য অধ্যায়টা।
ধোনি সর্বশেষ খেলেছেন গত বিশ্বকাপে। বিশ্বকাপের পর থেকেই একেবারে নিশ্চুপ ছিলেন ভারতের সবচেয়ে সফল অধিনায়ক। তাঁর অবসর নিয়ে অনেক কথা হলেও এ নিয়ে ধোনির পক্ষ থেকে কোনো কথাই শোনা যায়নি এত দিন। ৩৯ বছর বয়সী ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান অবশেষে মুখ খুলেছেন। আর সেটিই যেন একটা ঢেউয়ের মতো লেগেছে ভারতীয় ক্রিকেটে। ১৫ আগস্ট শনিবার সন্ধ্যায় তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, পুরো ক্যারিয়ার জুড়ে আমাকে ভালোবাসা ও সমর্থনের জন্য সবাইকে অনেক ধন্যবাদ । ৭টা ২৯ মিনিট (আজ) থেকে আমাকে অবসরপ্রাপ্ত ক্রিকেটার হিসেবে ধরে নেন।
বিদায় বার্তার সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন ধোনি। ভিডিও বার্তায় ফুটে উঠেছে ১৫ বছরের পুরো ক্যারিয়ারটাই। যেটি বর্ণিল হয়ে আছে কত সাফল্যের গল্পে। আছে একমাত্র অধিনায়ক হিসেবে আইসিসির তিনটি টুর্নামেন্ট জেতার অনন্য রেকর্ডও। ধোনি টেস্ট থেকে অবসর নিয়েছিলেন আকস্মিকভাবে। আন্তর্জাতিক ক্রিকেটও ছাড়লেন আচমকা, অনাড়ম্বরে। ধোনির ক্যারিয়ারটাই তো এমন চমকে ভরা! তাঁর এসব চমক আর দেখা যাবে না ভারতের নীল জার্সিতে। অবসরের ঘোষণা দিলে আসন্ন আইপিএল খেলবেন কি না, সেটি অবশ্য পরিষ্কার করেননি ধোনি।
এক নজরে ধোনির সব অর্জন দেখে নেওয়া যাক :
আন্তর্জাতিক অভিষেক: ২৩ ডিসেম্বর, ২০০৪
শেষ আন্তর্জাতিক ম্যাচ: ১০ জুলাই ২০১৯
অবসর: ১৫ আগস্ট, ২০২০
ব্যাটিং ক্যারিয়ার:
সংস্করণ | ম্যাচ | রান | গড় | সেঞ্চুরি |
টেস্ট | ৯০ | ৪৮৭৬ | ৩৮.০৯ | ৬ |
ওয়ানডে | ৩৫০ | ১০৭৭৩ | ৫০.৫৭ | ১০ |
টি-টোয়েন্টি | ৯৮ | ১৬১৭ | ৩৭.৬০ | ০ |
কিপিং ক্যারিয়ার:
সংস্করণ | ম্যাচ | ক্যাচ | স্টাম্পিং |
টেস্ট | ৯০ | ২৫৬ | ৩৮ |
ওয়ানডে | ৩৫০ | ৩২১ | ১২৩ |
টি-টোয়েন্টি | ৯৮ | ৫৭ | ৩৪ |
বোলিং ক্যারিয়ার:
সংস্করণ | ম্যাচ | বল | রান | উইকেট |
টেস্ট | ৯০ | ৯৬ | ৬৭ | ০ |
ওয়ানডে | ৩৫০ | ৩৬ | ৩১ | ১ |
টি-টোয়েন্টি | ৯৮ | ০ | ০ | ০ |