নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নগরীর জিমখানায় কাউন্সিলর চ্যাম্পিয়ন কাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ২৭ সেপ্টেম্বর ) বিকালে জিমখানাস্থ আলাউদ্দিন খান স্টেডিয়ামে এ আয়োজন করা হয়। এসবি ক্যাবলের ব্যবস্থাপনা পরিচালক এমআরকে রিয়েনের পৃষ্ঠপোষকতায় খেলায় অংশ নেয় কাশিপুর একাদশ ও বাবুরাইল একাদশ দল। টানটান উত্তেজনার মধ্য দিয়ে ২-০ গোলে খেলার সমাপ্তি ঘটে। এ খেলায় জয় লাভ করে কাশিপুর একাদশ।এরআগে নাসিক ১৭নং ওর্য়াড কাউন্সিলর আব্দুল করিম বাবুর পুত্র এমআরকে রিয়েন খেলাটির শুভ উদ্বোধন ঘোষনা করে তিনি বলেন, খেলাধূলা আমাদের সকলের শরীর ও মনকে ভালো রাখে। তাই খেলাধূলার বিকল্প নেই। সকল অন্যায়, অপরাধ দমনে ও নিজেকে বিরত রাখতে খেলাধূলাকে সঙ্গী করে নিতে হবে। এরপর তিনি নারায়ণগঞ্জ–৪ আসনের এমপি শামীম ওসমান পুত্র অয়ন ওসমানের সদ্য ভূমিষ্ঠ সন্তানের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
তিনি আরো বলেন, যদিও এই খেলাটি আমার বাবার উদ্বোধন করার কথা ছিল তবে তিনি ব্যক্তিগত কাজে দেশের বাহিরে থাকায় আসতে পারেনি। তবে তিনি আমাকে জানিয়েছেন, আপনাদের যেকোন সহযোগীতায় তিনি আপনাদের পাশে আছেন। এসময় উপস্থিত ছিলেন, ক্রিড়া ব্যক্তিত্ব সাবেক খেলোয়াড় আরজু সরদার,আজমত উল্লাহ খন্দকার, সমাজ সেবক মোঃ রতন বেপারী, মোঃ জামাল উদ্দিন, মোঃআলমগীর হোসেন, মোঃ সালাউদ্দিন। এছাড়াও যুবকদের মধ্যে উপস্হিত ছিলো সাকিব তিলক, হিমেল, আবু আহমেদ, মোঃ নিরব,মুন্না, মোঃ আলী, সাদ্দাম, তামিল, শুভ বাবু, সাগর সহ প্রমুখ। আলোচনা সভা শেষে কবুতর উড়িয়ে, খেলার উদ্বোধন করেন অতিথিবৃন্দ।