অপরাধীদের আইনের আওতায় আনাই পুলিশের কাজ : এসপি হারুন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন কায়েতপাড়া ইউনিয়নের সংরক্ষিত ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার বিউটি আক্তার কুট্রি হত্যার অন্যতম আসামী মো: সাদ্দাম হোসেন নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে।

মো: সাদ্দাম হোসেন (২৫), পিতা-মো: এনায়েত হোসেন, গ্রাম-চনপাড়া মোড়, থানা-রুপগঞ্জ,  রুপগঞ্জ থানার ওসির নেতৃত্বে তথ্য প্রযুক্তির মাধ্যমে চনপাড়া বস্তি থেকে ২৭ জুন বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, অপরাধীদের আইনের আওতায় আনাই পুলিশের কাজ। নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রতিটি গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে এবং অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।

প্রসঙ্গত, গত ২৬ জুন বুধবার ভোর সাড়ে ৬ ঘটিকার সময় প্রতিদিনের ন্যায় মেম্বার বিউটি আক্তার কুট্রি প্রাত:ভ্রমন করাকালীন তাকে একা পেয়ে উক্ত আসামী সহ অপরাপর আসামীরা পরষ্পর যোগসাজসে পূর্ব পরিকল্পিতভাবে মেম্বার বিউটি আক্তার কুট্রির উপর চাপাতি ও ধারালো অস্ত্র দিয়ে হামলা করে এবং নির্মমভাবে হত্যা করে।

উল্লেখ্য যে, দুই বছর আগে উক্ত আসামী সাদ্দাম হোসেনের সাথে -বাবুল স্টোর- নামে একটি দোকান বসানোকে কেন্দ্র করিয়া কুট্রি মেম্বার তার লোকজনের বিরোধ দেখা দেয় যার ফলে উক্ত দোকান ভেঙ্গে দেয়। বর্ণিত আসামী বিনা কারণে কুট্রির লোকজন কর্তৃক দোকান ভেঙ্গে দেওয়ার প্রতিশোধ নেওয়ার সুযোগ খোঁজছিল। এছাড়া এলাকায় মাদক, আধিপত্য বিস্তার সহ অন্যান্য কারণে আসামিরা প্রতিশোধ নেওয়ার জন্য সুযোগ খোঁজছিল। উক্ত তারিখ ও সময়ে উক্ত আসামী সহ অপরাপর আসামীরা এই হত্যাকান্ড ঘটায়।

আসামী সাদ্দাম হোসেন (২৫) নিজের দোষ স্বীকার করিয়া বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলম এর আদালতে ফো: কা: বি: ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন।

add-content

আরও খবর

পঠিত