নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ১ কোটি ১২ লক্ষ টাকা ব্যয় মাসদাইর ও গলাচিপায় ৫টি প্রকল্পের উদ্বোধন করেন ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
এ সময় কাউন্সিলর খোরশেদ মোবাইল ফোনের মাধ্যমে উপস্থিত অত্র এলাকার মুরব্বিদের দিয়ে কাজের শুভ সুচনা করান। কাউন্সিলর খোরশেদ সকলের উদ্দেশে বলেন মামলা জনিত কারনে আমি স্ব-শরীরে উপস্থিত হতে না পেরে দু:খিত। আপনারা সবাই আমার পক্ষ হয়ে এই ড্রেন ও রাস্তার কাজ শত ভাগ বুঝে নিবেন। কাজে কোন প্রকার অনিয়ম বা দুর্নীতি হলে সাথে সাথে তা প্রতিহত করবেন এবং আমাদের জানাবেন। রাস্তা ও ড্রেন যত্ন সহাকারে ব্যবহার করবেন। নিয়মিত বাড়ীর কর পরিশোধ করুন। যেখানে সেখানে ময়লা ফেলবেন না- ভ্যান সার্ভিসে ময়লা দিন। নাগরিক সেবা, অভিযোগ বা পরামর্শের জন্য আমার কার্যালয় যোগাযোগ করুন।