নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আগামী ১৯ এপ্রিল (শুক্রবার) নারায়ণগঞ্জে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। সোমবার (১৫ এপ্রিল) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিবৃতিতে বলা হয়, পরিচ্ছন্ন নগর গড়ি, সুন্নতের আমল করি এই স্লোগানে ক্লিন নারায়ণগঞ্জ বির্নিমাণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এই প্রতিপাদ্য বিষয়ে অনুষ্ঠিত আগামী শুক্রবার (১৯) এপ্রিল নগর সম্মেলন সাফল্যমন্ডিত করতে নারায়ণগঞ্জে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারি প্রচার সম্পাদক মুফতি দেলাওয়ার হোসাইন সাকী।