১৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলায় আড়াইহাজার রিপোর্টার্স ক্লাবের নিন্দা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের আটটি পত্রিকার ১৬ জন সাংবাদিকের বিরুদ্ধে মামলার ঘটনায় আড়াইহাজার রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। দ্রুত মামলা প্রত্যাহারের জোরদাবী জানানো হয়েছে। ১১ অক্টোবর শুক্রবার এক বিবৃতিতে সংগঠনের সদস্যরা এ নিন্দা জানান।

সংগঠনটির সভাপতি এম এ হাকিম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের স্বাক্ষরিত এ বিবৃতিতে উল্লেখ্য করা হয় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করে স্বাধীন সাংবাদিকতায় বাঁধা সৃষ্টি করা হচ্ছে। সাংবাদিকরা আজ আঙ্কিত। সংবাদ প্রকাশের জেরে অহরহই মামলা ও হামলা হচ্ছে। নারায়ণগঞ্জের প্রতিবাদী সাংবাদিকদের বারবার গলাটিপে ধরার চেষ্টা করছে স্থানীয় প্রভাবশালী একটি মহল। পত্রিকায় সত্য সংবাদ প্রকাশ হলেই এই মহলের গায়ে জ্বালা ধরে যায়। আমরা সংগঠনের পক্ষ হয়রানিমূলক মামলাগুলো দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহারের দাবী জানাচ্ছি। নারায়ণগঞ্জ জেলা তথা এর আশপাশের উপজেলার প্রতিবাদী সাংবাদিকরা পত্রিকায় সংবাদ প্রকাশের মাধ্যমে দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত নারায়ণগঞ্জ গঠনে বিশেষ ভুমিকা পালন করছেন। কিন্তু আমরা ইতোপূর্বে লক্ষ্য করেছি সত্য প্রকাশ হলেই একটি মহল মামলা ও হামলা করে সাংবাদিকদের দমিয়ে রাখার চেষ্টা করে আসছে। তাদের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে।

প্রসঙ্গত, স্বপন মন্ডলের দায়েরকৃত মামলায় বিবাদীরা হলেন নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক যুগের চিন্তার প্রকাশক সম্পাদক আবু আল মোরছালিন বাবলা, নির্বাহী সম্পাদক এজাজ কোরেশী, দৈনিক সংবাদ চর্চা এর প্রকাশক সম্পাদক মুন্না খাঁন, বার্তা সম্পাদক আনোয়ার হাসান, দৈনিক মাতৃভূমির খবরের প্রকাশক ও সম্পাদক মো. রেজাউল করিম, উপদেষ্টা সম্পাদক আনায়ারুল ইসলাম ও নির্বাহী সম্পাদক এনামুল কবির, দৈনিক সচেতন পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাজী ইসলাম, বার্তা সম্পাদক ইমতিয়াজ আহম্মেদ, দৈনিক সময়ের নারায়ণগঞ্জ এর প্রকাশক সম্পাদক জাবেদ আহম্মেদ জুয়েল, বার্তা সম্পাদক শাহীন, দৈনিক স্বাধীন বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সম্পাদক মো.ইলিয়াস মোল্লা, বার্তা সম্পাদক জসিম উদ্দিন, ব্যবস্থাপনা সম্পাদক সোহেল রানা। অপর মামলাটি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলীর দায়েরকৃত মামলায় বিবাদীরা হলো দৈনিক ডান্ডিবার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক হাবিবুর রহমান বাদল এবং স্টাফ রিপোর্টার আব্দুল রহিম।

add-content

আরও খবর

পঠিত