সেলিম ওসমানকে বিজয়ী করতে ১৩ নং ওয়ার্ড আ.লীগের মতবিনিময়

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর সোমবার রাতে শহরের আল্লামা ইকবাল রোডস্থ এলাকায় সাত্তার ফিরোজা টাওয়ারে এ আয়োজন করা হয়।

এ সময় ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ লুৎফর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট ওয়াজেদ আলী খোকন (পি.পি)। বিশেষ অতিথি ছিলেন, জাতীয় শ্রমিক লীগের নারায়ণগঞ্জ জেলার সভাপতি মো.আব্দুস সালাম, মহানগর আওয়ামী লীগের মহিলা লীগের সভাপতি ইসরাত জাহান স্মৃতি ও ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শামীম খান।Add Midea Photo-02

প্রধান অতিথির বক্তব্যকালে এড. ওয়াজেদ আলী খোকন বলেন, সেলিম ওসমান গরীব অসহায়দের আর্থিক ভাবে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন। জনগনের সুখ-দু:খ, বিপদে-আপদে সব সময় পাশে রয়েছেন। দেশের উন্নয়নের অবদান রাখতে এই নির্বাচনে আপনারা সেলিম ওসমানকে ভোট দিয়ে বিজয়ী করবেন। নারায়ণগঞ্জের উন্নয়নে অবদান রাখতে সেলিম ওসমান ভাই মানুষের কল্যানে সব সময় পাশে আছেন এবং থাকবেন।

এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করা হয়। এছাড়াও প্রয়াত খান ওসমান আলী, শামসুজ্জোহা, নাগিনা জ্জোহা, নাসিম ওসমানের রুহের মাগফিরাত সহ শামীম ওসমান, সেলিম ওসমান এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মো.মাসুম বিল্লাহ।

সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ লুৎফর রহমান বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সুযোৗগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশে উন্নয়নের জোয়ার বইছে। দেশের সর্বস্তরে এখন আধুনিকায়নের ছোয়া লেগেছে। আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে হলে আমাদের সবাইকে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। আর নারায়ণগঞ্জের উন্নয়ন চাইলে নারায়ণগঞ্জ-৫ ( সদর ও বন্দর ) আসনে আমাদের মহজোটের প্রার্থী একেএম সেলিম ওসমানকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। এলাকার রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, মাদ্রাসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠতে তিনি নিজ উদ্যোগে আর্থিক ভাবে ব্যপক সহযোগীতা করেছেন। তাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উনাকে বিপুল ভোটে বিজয়ী করতে সকলের প্রতি আমার অনুরোধ রইল।

জেলা ছাত্রলীগের সাবেক কার্যকরী সদস্য সায়েম শহীদ রেজা অভি সঞ্চালনায় নির্বাচনী মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের নেতা রমজান কবির, কামরুন জামান বাদশা, সামসুউদ্দিন, আলমগীর, মিহিন, ফয়সাল, সোহাগ, মো. আব্দুল কাদির, মো.আমীর, রানা, মাসুদ, চাঁন মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক কার্যকরী সদস্য সায়েক শহীদ রেজা, রতন, সাগর ও এলাকাবাসীবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত