নারায়ণগঞ্জ বার্তা ২৪ : করোনার সেকেন্ড ওয়েব প্রতিরোধের জন্য টিম খোরশেদ এর উদ্যোগে ১৩ নং ওয়ার্ডের সকল মসজিদ (২০টি) ও মন্দিরে (৪টি) সার্বক্ষণিক ভাবে ব্যবহারের জন্য জীবানুনাশক স্প্রে প্রদান করা হয়েছে। গত বছরের মত এবারও ওয়ার্ডের প্রতিটি মসজিদ ও মন্দিরের জন্য একটি করে স্প্রে গান ও ১৫ লিটার করে জীবানুনাশকের কন্টেনার প্রদান করা হয়েছে। আজকের মধ্যে সকল মসজিদ ও মন্দির কর্তৃপক্ষের কাছে পৌছে দেয়া হবে।
টিম লিডার কাউন্সিলার খোরশেদ বলেন, স্বাস্থ্য বিধি মেনে ধর্মীয় প্রতিষ্ঠান গুলো যেন সচল থাকে তার জন্য আমাদের সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশা আল্লাহ্। আমরা জীবানুনাশক সামগ্রী মসজিদ ও মন্দির কর্তৃপক্ষকে অনুরোধ করেছি যাতে প্রতি ওয়াক্ত নামাজের শেষে ও প্রতিবারই পূজা আর্চনা শেষে যেন জীবানুনাশক স্প্রে করেন। মসজিদে প্রবেশের আগে যেন মুসুল্লীরা ওজু করার পাশাপাশি সাবান দিয়ে ভাল করে হাত, মুখ ও পা ভাল করে ধুয়ে নেয়ার ও মন্দিরে প্রবেশের ক্ষেত্রেও সাবান ও পানি দিয়ে হাত, মুখ ও পা ধুয়ে নেয়ার জন্য অনুরোধ জানিয়েছি।