নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সারা বিশ্বের ন্যায় করোনা মহামারীর দ্বিতীয় ধাপে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩-১৮ নং ওয়ার্ডের স্মার্ট এনআইডি কার্ড বিতরণ স্থগিত করা হয়েছে। ২রা এপ্রিল শুক্রবার উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, গত ১৪ই মার্চ হতে নাসিক এলাকায় স্মার্ট এনআইডি কার্ড বিতরণ শুরু হয়। ইতিমধ্যে ১নং হতে ১২ নং ওয়ার্ড পর্যায়ের স্মার্ট কার্ড বিতরণ সম্পন্ন হয়েছে বলে জানা যায়।