১৩নং ওয়ার্ডের মসজিদে ইতিকাফকারীদের হাদিয়া দিলেন কাউন্সিলর খোরশেদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ১৩নং ওয়ার্ডের মসজিদে ইতিকাফকারী সহ ১৯ টি মসজিদের ৮৪ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ক্ষুদ্র সম্মানি হাদিয়া দিয়েছেন ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও টিম খোরশেদ এবং টাইম টু গীভ এর টিম লিডার  মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

১১ই মে মঙ্গলবার ও ১২ই মে বুধবার সব মসজিদে কাউন্সিলর খোরশেদ নিজে উপস্থিত হয়ে ঈমাম, মুয়াজ্জিন ও খাদেমদের হাতে হাদিয়ার খাম তুলে দেন এবং দিবেন। এ সময় তিনি ইতিকাফে অংশ নেয়া মুসল্লিদেরও উপহার তুলে দেন।

এদিকে বিগত ১৮ বছরের মত এবারো পবিত্র মাহে রমজানে ১৩ নং ওয়ার্ডের ১৯ মসজিদে ইতিকাফে অংশ নেয়া ৭৮ জন মুসল্লিকে ক্ষুদ্র উপহার দিয়ে সম্মানিত করার উদ্যেগ নিয়েছেন টিম খোরশেদ এর টিম লিডার ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। এবারের উপহারে থাকছে ৬০ ইঞ্চি এক্স ৩০ ইঞ্চি সাইজের উন্নত মানের টাওয়াল পহার প্রদান করেন।

উল্লেখ্য যে, ২০০৪ সাল থেকে কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ  তার ওয়ার্ডের মসজিদ সমূহে ইতিকাফে অংশ নেয়া মুসল্লিদের সম্মানিত করে আসছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ইতিকাফে অংশগ্রহণকারীরা আল্লাহর ঘরের মেহমান হয়ে আসেন। এলাকাবাসীর পক্ষ থেকে তাদের উন্নত খাদ্য ও উপহার দিয়ে সম্মানিত করার রীতি প্রচলিত  ছিলো, যা ধীরে ধীরে বিপুপ্ত হয়ে গেছে। আমরা আমাদের ঐতিহ্য ফিরিয়ে আনতে ও ইতিকাফকারীর সম্মানিত করার জন্য আমাদের এই ক্ষুদ্র চেষ্টা গ্রহন করেছি।

add-content

আরও খবর

পঠিত