হাতপাখা মার্কার প্রার্থী আবুল কালাম মুন্সীর দিন ব্যাপী গণসংযোগ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ ( সদর-বন্দর ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল কারীম (পীর সাহেব চরমোনাই) মনোনীত হাতপাখা মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী জননেতা আলহাজ্ব আবুল কালাম মুন্সী

নির্বাচনী এলাকায় দিনব্যাপী গণসংযোগকালে হাতপাখার প্রার্থী  আলহাজ্ব আবুল কালাম মুন্সী নারয়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ডের মাসদাইর, জামতলা, গলাচিপা, তোলারাম কলেজ রোড, আমলাপাড়ারার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন স্থানীয় ভোটারদের সাথে। তিনি ভোটারদেরকে স্থানীয় সমস্যা সমাধান ও নারায়ণগঞ্জে দুর্নীতি, দু:শাসন, সন্ত্রাস, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে ও মুক্তিযুদ্ধের ঘোষনাপত্রে উল্লেখিত সাম্য, মানবিক মর্যাদাবোধ এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় ব্যালট বিপ্লবের মাধ্যমে হাতপাখা প্রতিককে বিজয়ী করার আহবান জানান।

গণসংযোগে আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সংগ্রমী সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল হাই, সহ-সভাপতি মো: দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ শহর শাখা, ইসলামী শ্রমিক আন্দোলন নারায়ণগঞ্জ শহর শাখা ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন না. গঞ্জ সদর থানা, জাতীয় শিক্ষক ফোরাম নারায়ণগঞ্জ শহর শাখা ও ইসলামী আন্দোলন বাংলাদেশ নাসিক ১৩ নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃ মাহবুবুর রহমান, ওয়ার্ড দায়ীত্বশীল মো: শামসুল হক, আলমগীর হোসাইন, মহিউদ্দিন বাবু প্রমুখ দায়ীত্বশীলসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

add-content

আরও খবর

পঠিত