হাজীগঞ্জ দুর্গ দখলমুক্ত করতে নাগরিক সমাজের মুক্ত আলোচনা আগামীকাল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : হাজীগঞ্জ দুর্গের আশপাশের সকল অবৈধ দখলদার উচ্ছেদ করে অবিলম্বে শিশু কিশোরদের নির্মল বিনোদনের ব্যবস্থা করার দাবিতে মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজ-এর উদ্যোগে মুক্ত আলোচনার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর ) বিকেল ৩টায় হাজীগঞ্জ দুর্গের গোল ঘর প্রাঙ্গণে এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হবে। মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজ এর যুগ্ম আহবায়ক খোকন রাজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজ- এর আহবায়ক বদরুল হকের সভাপতিত্বে এ আলোচনা সভাতে বক্তব্য রাখবেন মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলার ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এড. নূরুল হুদা, আমরা নারায়ণগঞ্জ বাসী’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুর উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মহীউদ্দিন মহি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি কমরেড মাহমুদ হোসেন, মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজ-এর সদস্য সচিব আবু হাসান টিপুসহ বিভিন্ন শ্রেণি পেশার গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ।

add-content

আরও খবর

পঠিত