নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লায় হাজীগঞ্জ টু শিবু মার্কেট সড়কের সংস্কারের দাবীতে পথসভা ও এলজিআরডির প্রধান নির্বাহীর দপ্তরে স্বানকলীপি প্রদান করেন স্থানীয়রা। ৮ জুলাই রবিবার সকাল ১১টায় ঐতিহাসিক গ্রান্ড ট্রাঙ্ক রোড এর (হাজীগঞ্জ টু শিবু মার্কেট অংশের) সংস্কারের দাবীতে গণ পদযাত্রা ও এলজিআরডি দপ্তরে স্মারকলিপি প্রদান করেন।
এসময় বিল্পবী ওয়াকার্স পার্টির নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু হাসান টিপুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন দলিল লিখক নজরুল ইসলাম, যুবলীগ নেতা নজরুল ইসলাম, সাংবাদিক ও মানবাধিকার কর্মী শফিকুল ইসলাম আরজু, সাংবাদিক নুরুজ্জামান কাউসার।
আরও উপস্থিত ছিলেন, পদচিহ্ন সাংস্কৃতিক প্রাঙ্গনের আহবায়ক খোকন রাজ, সদস্য সচিব রিপন পারভেজ, নূর-এ-আলম, সুরুজ আলী মাতুব্বর, কথা সাহিত্যিক বদরুল আলম, মাসুদ, শ্রী নির্মল চন্দ্র রায় প্রমূখ।
নারায়ণগঞ্জ জেলা এলজিআরডির নির্বাহী প্রকৌশলী স্বপন কান্তি পাল বলেন, এ রাস্তাটির প্রফাইল তৈরি করে পাঠানো হয়েছে। আগামী এক মাসের মধ্যে রাস্তাটির সংস্কারের কাজ চালু হবে।
উল্লেখ্য, ঐতিহাসিক গ্রান্ড ট্রাঙ্ক রোড এর হাজীগঞ্জ টু শিবু মার্কেট অংশের সড়কসমূহ দীর্ঘ দিন সংস্কারের অভাবে বিভিন্ন স্পটে খাদাখন্দে পরিনত হয়েছে। যার ফলে সড়কটিতে ভারি যানবাহনতো দুরের কথা রিক্সাও চলাচলেও অযোগ্য হয়ে পরেছে, প্রতিদিনই কোননা কোন দূঘটনার কারণে সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে চরম দূর্ভোগ।