নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : মহান বিজয় দিবস উপলক্ষ্যে ফতুল্লায় মরহুম ইয়াছিন চেয়ারম্যান এর স্মরনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় ফতুল্লা থানাধীন হাজীগঞ্জে কাজী সাগর ও সৈকতের সার্বিক তত্ত্বাবধানে এ আয়োজন করা হয়। খেলাটি উপভোগ করতে শত শত দর্শকের উপস্থিতিতে উৎসবের আমেজ সৃষ্টি হয়।এ সময় ফতুল্লা থানা ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা যুব লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফাইজুল ইসলাম। ফাইনাল খেলায় হাজীগঞ্জ একতা সংঘ ও পাঠানটুলী সোনালী একাদশ এর মধ্যে টান টান উত্তেজনামূলক খেলা হয়। খেলা শেষে বিজয়ী দল ও রানার্স আপদলের খেলোয়ারদের মধ্যে গোল্ড মেডেল ও ট্রফি তুলে দেয়া হয়।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ এলাকার রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সমাজ সেবক কাজি দৌলত হোসেন নেয়ামত, সেলিম আহম্মেদ হেনা, কামাল, মোকারক হোসেন, মিষ্টার, সিদ্ধিরগঞ্জ পাঠানটুলী এলাকার শাহ জাহান, মোবারক, মোতালেব, ইয়াছিন, সাংবাদিক মো. শফিকুল ইসলাম আরজু, শাহাদাৎ হোসেন ভূইয়া।