হঠাৎ বৃষ্টিতে নগর জীবনে ছন্দপতন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নগরীতে ফের নেমেছে বৃষ্টি। কখনও ঝিরিঝিরি আবার কখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামে, সঙ্গে ছিল কনকনে হাওয়া। সোমবার (২৫ ফেব্রুয়ারি) ভোর থেকেই নারায়ণগঞ্জ নগরীর আকাশ ছিল মেঘে ঢাকা। এরপর ৬টার দিকে টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণ পর অবশ্য বন্ধ হয়ে যায়। তবে সকাল সাড়ে ৬টার দিকে আবারও নামে বৃষ্টি।

এদিকে ফাল্গুনের মাঝামাঝি সময়ে হঠাৎ এই বৃষ্টিতে নগরীর পথচারীরা বিপাকে পড়েন। মাত্র ২০ মিনিটের বৃষ্টি কর্মজীবিদের কিছুটা হলেও দুর্ভোগের মধ্যেই ফেলে দেয়।

হঠাৎ এই বৃষ্টির জন্য বেশির ভাগ মানুষ প্রস্তুত ছিল না। সাতসকালে যাদের ঘরের বাইরে ছুটতে হয়েছে, তারা অনেকেই কাকভেজা হয়ে গন্তব্যে পৌঁছান। পথচারীদের অনেকে কেউ কেউ দৌঁড়ে আশ্রয় নেন বিভিন্ন প্রতিষ্ঠানের বারান্দায় ও কার্নিশের নিচে। যারা রিকশায় ছিলেন তারাও পর্দা না থাকায় ভিজেছেন।

add-content

আরও খবর

পঠিত