স্বাধীনতা দিবসে আজমেরী ওসমানের পুষ্প অর্পন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান তনয় আজমেরী ওসমানের পক্ষ থেকে বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পন করেছেন।

২৬ মার্চ মঙ্গলবার সকাল ১০ টায় নারায়ণগঞ্জ চাষাড়াস্থ বিজয়স্তম্বে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের এ আয়োজনে সমাজের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন অংশ নেয়।

আজমেরী ওসমানের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধাঞ্জলী জানায় প্রয়াত আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান স্মৃতি দুস্থ জনকল্যান ফাউন্ডেশন, নারায়ণগঞ্জ জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং-৩৮১০), নারায়ণগঞ্জ জেলা ট্রাংকলরী কভারভ্যান শ্রমিক ইউনিয়ন, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন (বরফকল), জেলা গার্মেন্টস ও নিট ডাইং শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠন। এ ছাড়াও পারভীন ওসমানের পক্ষে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা অর্পন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, নাসিম ওসমান স্মৃতি ও দুস্থ কল্যান ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন, নাছির, সুমন, ডালিম সহ শতাধিক সমর্থকবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত