স্বরাষ্ট্রমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন পুলিশ সুপার হারুন অর রশিদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নৌ পরিবহন মন্ত্রণালয় এবং বিআইডব্লিউটিসির যৌথ উদোগ্যে আয়োজিত ঢাকা-কলকাতা নৌ রুটে যাত্রীবাহী নৌ জাহাজ মধুমতি এমভির শুভ উদ্বোধন অনুষ্ঠানে, প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ফুল দিয়ে বরণ করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ, বিপিএম (বার), পিপিএম (বার)। শুক্রবার (২৯ মার্চ) বিকাল ৫টায় ফতুল্লার পাগলাস্থ ভিআইপি ঘাটে (মেরিএন্ডারসন) জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে ফুল দিয়ে বরণ করেন পুলিশ সুপার।

এ সময় আরো উপস্থিত ছিলেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুস সামাদ, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়া। এ ছাড়াও উপস্থিত ছিলেন, বিপিএম, পিপিএম, ডিআইজি নৌ পুলিশি মারুফ শেখ মুহম্মদ মারুফ হাসান, এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ও অতিরিক্ত পুলিশ সুপার সুবাস চন্দ্র সাহা।

add-content

আরও খবর

পঠিত