স্বপ্ন দেখা মানুষের সাথে সর্ম্পক করবেন : রাব্বী মিয়া

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেছেন, বন্ধুত্ব করবেন তাদের সাথে যারা বড় বড় স্বপ্ন দেখে। সে কখনো আপনাকে নিয়ে খেলবে না বা ক্ষতি করবে  না। কারণ  স্বপ্নবাজরা এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে অগ্রসর হয় সে অন্যের পেছনে সময় নষ্ট করে না। সে লোক আপনার ক্ষতির কারণ হবে না। এই কারণে স্বপ্ন দেখা মানুষের সাথে সর্ম্পক করবেন। তাই ওদেরককে  শেখাবেন বুঝাবেন ওদেরই সুযোগ রয়েছে স্বপ্ন দেখে স্বপ্ন বাস্তবায়ন করে উপভোগ করার।

বুধবার (১৩ মার্চ) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে এক আলোচনা সভায় শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভার পূর্বে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে নগরীতে একটি বন্যার্ঢ্য র‌্যালী বের হয়।

অলোচনা সভায় তিনি আরও বলেন, পরিবারে বাবা-মাকে সর্বোচ্চ সম্মান করতে হবে। আপন ভাই বোনদের সাথে ভালো সর্ম্পক বজায় রাখতে হবে কেননা আপন ভাই বোনদের সাথে ভালো সর্ম্পক না থাকে তাহলে তার কোনো নৈতিক অধিকারের নেই অন্য মানুষের সাথে সর্ম্পক সৃষ্টি করা । সে তো ব্যর্থ  নিজের আপন ভাই-বোনদের সাথে সর্ম্পক ভালো না।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমরা শত শত  চেষ্টা করছি তোমাদের জন্য একটা উন্নত পরিবেশ রেখে যেতে। যাতে করে তোমরা যখন আবার বড় হবা তোমারাও আবার  তোমাদের পরবর্তী প্রজন্মের জন্য চেষ্টা করবা তাদের জন্য একটা উন্নত পরিবেশ রেখে যেতে। তাহলেই দেখবে একটা সময় বাংলাদেশটা ধীরে ধীরে এগিয়ে যাবে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক  শিক্ষা অফিসার  অহীন্দ্র কুমার মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) মোহাম্মদ মাসুম বিল্লাহ,  শিক্ষা অফিসার শরিফুল ইসলাম প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত