স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মহানগর স্বেচ্ছালীগের পুস্পস্তবক অর্পণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. জুয়েল হোসেনের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। শুক্রবার (১০জানুয়ারী) সকালে নগরীর কেন্দ্রীয় অফিসের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।

জুয়েল হোসেন বলেন, যার জন্ম না হলে আমরা এই দেশ পেতাম না যার নেতৃত্ব না পেলে আমরা স্বাধীনতা পেতাম না আজ সেই মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এই দিনে মহানয়ক শেখ মুজিবকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি। সেই সাথে তাঁর সুযোগ্য কন্যা উন্নয়ণের রূপকার বিশ্ব মানবতার মা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং আমার প্রান প্রিয় নেতা নারায়ণগঞ্জের গণমানুষের নেতা শামীম ওসমানের নেতৃত্বে মহানগর স্বেচ্ছাসেবকলীগ আওয়ামীলীগ তথা দেশ ও মানুষের জন্য কাজ করে যাবে এই প্রত্যাশা রেখে আজকের দিনটি স্মরণ করতে চাই।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মানিক শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জয়, সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন মোক্তার, প্রচার ও প্রকাশনা আল আমীন, সহ-প্রচার সম্পাদক উজ্জল, সহ-দপ্তর রাকিবুল হাসান রেসিন, সহ-আইন বিষয়ক সজিব মোল্লা, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এমি আহম্মেদ, সমাজ কল্যাণ সম্পাদক এস আলম রাসেল, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক বুলবুল আহম্মেদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী ওয়াসিম, ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক নাজমুল, কার্যকরি সদস্য আবুবকর সিদ্দিক বাবু, মো. নাদিম শেখ, আমির হোসেন, বাবুল দেওয়ান, আজাহার আলী রাসেল, মারুফ জাহান, মাহাবুব, সোহাগ, জাহিদ হাসান, পাপ্পু, ইমন হাসান, হেলাল, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকলীগ নেতা নোমান আহম্মেদ, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাজ্বী জহির, আলমগীর, জব্বার প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত