নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সারাদেশে আলোড়ন সৃষ্টি করা আকাশের তৈরি ল্যাম্বোরগিনি সেই গাড়ি চালালেন নারায়ণগঞ্জের ডিসি মো. রাব্বি মিয়া। এসময় স্ত্রীকে নিয়ে ডিসি নিজেই গাড়িটি চালান। মঙ্গলবার (১৮ জুন) ডিসির কার্যালয়ে আসেন আকাশ। এসময় ডিসিকে অবগত করা হলে তিনি তার স্ত্রীকে নিয়ে আকাশের তৈরি পরিবেশবান্ধব গাড়িটি দেখেন। এ সময় স্ত্রীকে নিয়ে গাড়িতে বসে আদালত প্রাঙ্গণে ঘুরে বেড়ান তিনি।
ল্যাম্বোরগিনির আদলে তৈরি আকাশের গাড়িটি আদালতপাড়ায় নিয়ে হাজির হলে উৎসুক জনতা ভিড় করেন। অনেকে গাড়িতে বসে সেলফি তুলে একটু আনন্দ উপভোগ করেন।
গণমাধ্যমে ডিসি মো. রাব্বি মিয়া বলেন, আকাশের উদ্ভাবনী ক্ষমতা দেখে সত্যিই অবাক হয়েছি। আকাশের ব্যাটারিচালিত গাড়িটি বাজারজাত করার জন্য যা যা প্রয়োজন তাই করব। গাড়িটির ছবিসহ লিখিত প্রতিবেদন প্রধানমন্ত্রী বরাবর পাঠাব। একইসঙ্গে বাণিজ্য মন্ত্রণালয় ও আইসিটি বিভাগে প্রতিবেদন পাঠানো হবে।
ডিসি রাব্বি মিয়া গাড়ি নির্মাতা আকাশ আহমেদকে শুভেচ্ছা জানান এবং তার কাজ অব্যাহত রাখার পরামর্শ দেন।