নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : যুক্তরাষ্ট্রের উইস্কনসিনে স্ত্রী–সন্তানসহ থাকা সাকিব আল হাসান আগামী ৩১ আগস্ট সোমবার দেশে ফিরবেন। সবকিছু ঠিক থাকলে প্রায় ৬ মাস পর ঢাকায় ফিরছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। গত মার্চে যুক্তরাজ্য থেকে সরাসরি যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যান সাকিব।
অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হবে বাংলাদেশের। প্রথম টেস্ট শুরু ২৪ অক্টোবর। তখনও নিষেধাজ্ঞায় থাকবেন সাকিব। তবে দ্বিতীয় টেস্ট থেকেই তিনি খেলতে পারেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
নিষেধাজ্ঞার সময় শেষের দিকে। আগামী ২৯ অক্টোবর আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা থেকে মুক্ত হবেন সাকিব আল হাসান। অর্থাৎ, আর দুই মাস পরই ক্রিকেটে ফিরবেন দেশসেরা এই অলরাউন্ডার। চেনা ভুবনে ফেরার সময় ঘনিয়ে আসায় সাকিবও প্রস্তুতি নিতে শুরু করেছেন। বাংলাদেশে ফিরে ভালোভাবে মাঠের অনুশীলনে মন লাগাবেন বাঁহাতি এই অলরাউন্ডার।
আগামী ৩১ আগস্ট, সোমবার দেশে ফিরবেন সাকিব। দেশে ফিরে করোনা পরীক্ষা করাবেন অভিজ্ঞ এই ক্রিকেটার। করোনা পরীক্ষায় নেগেটিভ হলে সোজা চলে যাবেন তার শৈশবের সবচেয়ে প্রিয় জায়গা বিকেএসপিতে। সেখানেই অনুশীলন চালিয়ে যাবেন সাকিব। আগামী ৫–৬ সেপ্টেম্বর থেকে অনুশীলন করতে পারেন তিনি।
তার পারিবারিক সূত্র এমনই জানিয়েছেন। তিনি বলেন, সাকিব সোমবার ঢাকায় আসবেন। ঢাকা ফিরে তার প্রথম কাজ করোনা পরীক্ষা করা। রিপোর্ট পেতে যতটা সময় লাগবে, এ সময়টা তিনি বনানীর বাসায় থাকবেন। রিপোর্ট নেগেটিভ হলে বিকেএসপিতে যাবেন সাকিব। সেটা হতে পারে ৫–৬ সেপ্টেম্বর।
সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে গত মার্চে যুক্তরাষ্ট্রে যান সাকিব। নিষিদ্ধ থাকায় ক্রিকেট নিয়ে সেভাবে ভাবতে হয়নি তাকে। পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন আর ফিটনেসের স্বাভাবিক কাজ চালিয়ে গেছেন তিনি। স্ত্রী–সন্তানদের সঙ্গে পাঁচ মাস সময় কাটিয়ে দেশে ফিরছেন বাংলাদেশ অলরাউন্ডার।
অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হবে বাংলাদেশের। প্রথম টেস্ট শুরু ২৪ অক্টোবর। তখনও নিষেধাজ্ঞায় থাকবেন সাকিব। তবে দ্বিতীয় টেস্ট থেকেই তিনি খেলতে পারেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জুয়াড়ির কাছ থেকে তিনবার প্রস্তাব পেয়েও তা গোপন করায় গত বছরের ২৮ অক্টোবর এক বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব।