সোনারগাঁ আওয়ামী যুবলীগ কার্যালয়ে অগ্নিকান্ড

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) : সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী যুবলীগের শাখা কার্যলয়ে গভীর রাতে অগ্নিকান্ড সংগঠিত হয়। এতে প্রয়োজনীয় জিনিসপত্রসহ প্রায়  লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে যুবলীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান শরীফ জানান। জানা যায়, ১০ মে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে জামপুর ইউনিয়নের আমবাগ চৌরাস্তা যুবলীগের অফিসে আগুন ধরে। আগুনে অফিসটি সম্পূর্ণ পুড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন খবর পেয়ে এগিয়ে এসে অগ্নিকা নিয়ন্ত্রণে আনতে পারে নাই।

এ ব্যাপারে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান শরীফ জানান, আওয়ামীলীগের সাবেক এম পি আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের কর্মী হিসাবে এলাকায় আওয়ামীলীগকে শক্তিশালি করিতে রাজনীতি করে যাচ্ছি।  এলাকায়  নামধারী ছাত্রলীগের সভাপতি আব্দুল আলিম, সাগর চৌধুরী,মান্নান ,আওলাদের সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ হয়ে আসছিল , আমাকে অনেক বার হুমকিদিয়েছিল  , আমাকে দুর্বল করিতে এই অগ্নিকান্ড ঘটাকে পারে । জামপুর ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো. হুমায়ন কবির ভূইয়া বলেন আমাদের এলাকায় বি এন পি জামাতের  এতো সাহস হবেনা এ অগ্নিকান্ড ঘটাতে,  তবে গেটকো কম্পানি বালু বড়াটকে কেন্দ্র করে দেওয়ান শরীফ সাথে জামপুর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি আব্দুল আলিম, সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ হয়ে আসছিল , এ নিয়ে ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা যাচ্ছে তবে তা তনন্ত করে  দেখা হবে।

এব্যাপারে জামপুর ইউনিয়ন ছাত্রলীগরে সভাপতি আব্দুল আলীম বলনে, আমি ছ্ত্রালীগ করি ছাত্রলীগ যুবলীগ আওয়ামীলীগরে অঙ্গ সংগঠন । আমি কেন নিজেদের ঘরে আগুন লাগাতে যাব । যারা বলছে তারা ব্যাক্তি র্স্বাথ হাসিলেরে জন্য বলছে । আজ ছাত্রলীগে আছি কাল যুবলীগে যাব আমরা তাদের কাছ থেকে শিক্ষা নিব তারা যদি আমাদের ভিকটিম বানিয়ে ফেলে তবে এটা একটা অপরাজনীতি । উপজলো যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু বলেন যারাই যুবলীগের অফিসে আগুন লাগিছে তদন্ত করে দ্রুত দোষীদের খুজে বের করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট দাবী জানাই।

add-content

আরও খবর

পঠিত