নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদদাতা ) : সোনারগাঁয়ে একঝাঁক শিক্ষিত তারুণ্য সমাজ নিয়ে পথ চলা গ্র্যাজুয়েট ফাউন্ডেশনের সদস্যদের সাথে ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম ও সার্বিক বিষয়ে করণীয় নিয়ে মতবিনিময় করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) অঞ্জন কুমার সরকার। বুধকার (১০ এপ্রিল) সকালে সোনারগাঁ উপজেলায় নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান মামুন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
তারুণ্য নির্ভর গ্র্যাজুয়েট ফাউন্ডেশনের সাথে আলাপকালে ইউএনও বলেন, সমাজের উচ্চ শিক্ষিত যুবসমাজকে একত্র করে দেশের উন্নয়নে কাজ করার প্রত্যয়কে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আমি বলতে চাই আগে এই ফাউন্ডেশনে সদস্যদের নিজেদের কর্মদক্ষতার মাধ্যমে প্রমান করতে হবে যে তোমরা কোনো নামধারী গ্র্যাজুয়েট নয়, বরং কর্মঠ ও সমাজে প্রতিষ্ঠিত ও অন্যায়ের সাথে আপোষহীন। এই ফাউন্ডেশন দেশ ও দশের উন্নয়নে আরও এগিয়ে যাবে। আমি প্রশাসনিক এবং ব্যাক্তিগত ভাবে এই গ্র্যাজুয়েট ফাউন্ডেশনের সাথে আছি এবং থাকবো।
এসময় আরোও উপস্থিত ছিলেন, মো. দুলাল হোসাইন, জহিরুল ইসলাম সিরাজ, সাংবাদিক রুবেল খান, সাংবাদিক কামরুজ্জামান রানা, হাবিবুর রহমান, সোহেল আহম্মেদ, মিমরাজ হোসেন, মাসুদ মোল্লা সহ দূর-দূরান্তক থেকে আসা ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।