সোনারগাঁয়ে কোটি টাকার বৈদ্যুতিক তার জব্দ, আটক-২

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সোনারগাঁয়ের কাঁচপুর বিসিক শিল্প এলাকায় অভিযান চালিয়ে বৈদ্যুতিক তার চোরাই চক্রের দই জনকে আটক করেছে র‌্যাব-১১ এর একটি দল।  এসময় তাদের কাছ থেকে ৭ হাজার ১৫০ কেজি বৈদ্যুতিক তার জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।  শনিবার (২৭ এপ্রিল) সকালে অভিযান চালিয়ে বৈদ্যুতিক তার জব্দ ও তাদের আটক করা হয়।

আটকরা হলো, রাজু আহমেদ (৪২) ও ইবনে সাইদ (২৫)। অভিযানে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) উপস্থিতি টের পেয়ে চোরাই চক্রের মূলহোতা ইসহাক মোল্লা পালিয়ে যান।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী জানান, আটকদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, দীর্ঘদিন ধরে ইসহাকের নেতৃত্বে একটি সংঘবদ্ধ অপরাধী চক্র দেশের বিভিন্ন স্থান থেকে সরকারি বৈদ্যুতিক তার অবৈধভাবে সংগ্রহ করে কাঁচপুর বিসিক শিল্প এলাকায় গোপনে মজুদ করে আসছিলো। তারগুলো মূলত সরকারি বিদ্যুৎ বিভাগের সম্পত্তি। নানাভাবে অবৈধ পন্থায় চোরাই চক্রের মাধ্যমে তারগুলো সংগ্রহ করা হয়। এখানে তারগুলো থেকে রাবারের কাভার খুলে কেটে সিলভার হিসেবে কেজি ধরে অবৈধভাবে লাভবান হওয়ার জন্য বিভিন্ন কারখানায় বিক্রি করে দেওয়া হয়। তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

add-content

আরও খবর

পঠিত