সোনারগাঁয়ে একটি বাড়ী থেকে ৪৮টি গোখড়া সাপ উদ্ধার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) : সোনারগাঁয়ের বারদী আলগীরচর গ্রামের একটি বসত বাড়ীর লেবু গাছের নিচ থেকে ৪৮টি গোখড়া সাপ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।

বাড়ীর মালিক ব্যবসায়ী সাদেকুর রহমান জানান, দুই দিন পূর্বে বাড়ীর পোষা বিড়াল মরে লেবু গাছের নিচে পরে থাকতে দেখে গৃহকর্তীর সন্দেহ হয়। পরের দিন কাজের মেয়ে উঠান ঝাড়ু দিতে গেলে সাপের ৩টি ছোট বাচ্চা তাকে তাড়া করে।

এ ঘটনায় ২৪ সেপ্টেম্ব মঙ্গলবার দুপুরে বাড়ীর মালিক সাদেক রুপগঞ্জের তারাব এলাকা থেকে মোস্তফা নামে এক সাপুড়েকে ডেকে আনে। সাপুড়ে সাদেকের বাড়ীর লেবু গাছের পাশের ইটের স্তুপের নিচ থেকে ৫/৬ হাত লম্বা একটি মা সাপ সহ ৪৭টি গোখড়া (খইয়া পানস) সাপ উদ্ধার করে। সাপ গুলো সাপুড়ে মোস্তফা তার জিম্মায় নিয়ে যায়।

add-content

আরও খবর

পঠিত