নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদ দাতা ) : সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি পণ্যবোঝাই কাভার্ড ভ্যানের ধাক্কায় অল্পের জন্য রক্ষা পেল দোয়েল পরিবহনের একটি বাসের অর্ধশত যাত্রী। শনিবার রাত সাড়ে ৯টার দিকে কাঁচপুর ব্রিজের ঢালে যাত্রীবোঝাই বাসটিকে কাভার্ড ভ্যানটি একাধিকরার ধাক্কা দিলে বাসের কাঁচ ভেঙ্গে বেশ কয়েকজন যাত্রী আহত হন। তখন কাভার্ড ভ্যানের হেলপার গাড়িটি চালাচ্ছিল। কাভার্ড ভ্যানের ধাক্কায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পিছনের আরও একটি বাসসহ ব্রিজের ঢাল থেকে গভীর খাদে পড়ে যাওয়ার উপক্রম হয়।
এ সময় আতংকে অনেক যাত্রী বাস থেকে লাফিয়ে পড়ে। পড়ে পথচারী ও যাত্রীরা ধাওয়া দিয়ে কাভার্ড ভ্যানটি আটক করে হাইওয়ে থানার ওসি শেখ কাইয়ুম আলীকে ফোন দেন। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানার এসআই মাহাবুব ঘটনাস্থলে এসে চালক ও হেলপারসহ ট্রাকটি আটক করে থানায় নিয়ে যান। পুলিশের জিজ্ঞাসাবাদে চালক জানায়, কাভার্ড ভ্যানটি হেলপার চালাচ্ছিল। তার কোন লাইসেন্সও নেই।
হাইওয়ে থানার ওসি শেখ কাইয়ুম আলী জানান, চালক ও হেলপাসহ কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। এ ঘটনায় একাধিক মামলা দেয়া হয়েছে।