নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : নগরীর সৈয়দপুর এলাকায় মুক্তিযোদ্ধার সন্তানকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর থানাধীণ জিএমসি ২নং গলিতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত মো. বশির আহাম্মেদ (৩৫) সৈয়দপুর ফকিরবাড়ি এলাকার বাসিন্দা, মুক্তিযোদ্ধা সেকান্দার আলীর ছেলে। এ বিষয়ে ভুক্তভোগী বশির নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, র্পুব শত্রুতার জের ধরেই ওৎ পেতে থাকা জিএমসি ১নং গলি এলাকার বাসিন্দা আ. রাজ্জাক ও নলুয়াপাড়া এলাকার বাসিন্দা আলআমিন ওরফে এংগেল সহ অজ্ঞাত আরো ২/৩ জন পরিকল্পিতভাবে লাঠি, কাচি ও রড দিয়ে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালায়।
অভিযোগে আরো জানা যায়, সন্ধা ৬টায় বাসা থেকে বের হয়ে জিএমসি ২নং গলিতে নিজের জায়গা দেখতে গেলে সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে তার ওপর হামলা করে। এসময় আ. রাজ্জাক ও আল আমিন তাদের হাতে থাকা কেচি দিয়ে বশিরের মাথায়, ডান গালে ও হাতে আঘাত করে রক্তাক্ত জখম করে।
ওইসময় সে মাটিতে লুটিয়ে পড়লে অন্যান্য অজ্ঞাত ব্যাক্তিরা আমাকে তাদের হাতে থাকা লাঠিসোটা দিয়ে বেধরক পেটাতে থাকে। একপর্যায়ে তার আর্তচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে ১নং আসামী আ. রাজ্জাক তার প্যান্টের পকেটে থাকা ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং অন্যান্য আসামী সহ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আশেপাশের লোকজন তার বাড়িতে খবর দিলে বাসার লোকজন এসে তাকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেনারেল ( ভিক্টোরিয়া ) হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে তদন্তের দায়িত্বপ্রাপ্ত নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই শিহাব বলেন, ভুক্তভোগী বশির একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে যথাযথ পদক্ষেপ গ্রহন করা হবে।