সেলিম ওসমানের পক্ষে নির্বাচনী প্রচারনায় কাউন্সিলর সজল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বৈরী আবহাওয়া উপেক্ষা করে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনের মহাজোট সমর্থিত প্রার্থী আলহাজ্ব এ.কে.এম সেলিম ওসমানের পক্ষে লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে ছেন বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি ও নাসিক ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ নাজমুল আলম সজল। সোমবার (১৭ ডিসেম্বর)দিনব্যপী নগরীর বৃহত্তর দেওভোগ মার্কেট সহ বিভিন্নস্থানে নির্বাচনী প্রচারনা চালিয়ে মাঠ চষে বেড়িয়েছেন তিনি। এর আগে দেওভোগ মার্কেটের ব্যাবসায়ীদের সাথে কাউন্সিলর সজল আলোচনা সভা করেন।

আলোচনা সভায় ব্যাবসায়ীদের উদ্দেশ্যে বিগত সময়ে নারায়ণগঞ্জের বিভিন্ন সেক্টরে সেলিম ওসমানের করা উন্নয়ন কর্মকান্ডগুলো এবং দেওভোগ মার্কেট সহ নারায়ণগঞ্জের ব্যাবসা ক্ষেত্রের উন্নয়নে বিভিন্ন সময়ে সেলিম ওসমানের অবদানগুলো তুলে ধরে বক্তব্য প্রদান করেন কাউন্সিলর সজল। সেই সাথে নারায়ণগঞ্জ-৫ আসনে সেলিম ওসমানের উন্নয়নের অগ্রযাত্রাকে আরো এগিয়ে নিতে আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে সেলিম ওসমানের জয় নিশ্চিত করারও আহ্বান জানান নাজমুল আলম সজল।

এসময় আরো উপস্থিত ছিলেন দেও‌ভোগ পোশাক প্রস্তুতকারক মা‌লিক স‌মি‌তির সভাপ‌তি নিলু ভুইয়া, প্রধান উপ‌দেষ্টা হাজ্বী মোঃ র‌ফিকুল ইসলাম, সাধারন সম্পাদক বাবুল দেওয়ান, ছালাম তালুকদার,নারায়ণগঞ্জ আইন ক‌লে‌জের সা‌বেক ভি‌পি ও সা‌বেক ছাত্রদল নেতা আবদুস সালাম বাদল, মহানগর আওয়ামী লী‌গের শিক্ষা বিষয়ক সম্পাদক মাহাবুবুল আলম চঞ্চল, মর্গ্যান গার্লস স্কুল এর গভ‌র্নিং ব‌ডির সদস্য সুনয়ন মাহামুদ সুপন,  ১৪ নং ওয়ার্ড আওয়ামী লী‌গের সহ সভাপ‌তি মোয়া‌জ্জেম হো‌সেন সো‌হেল, মোঃ জু‌য়েল ভুইয়া প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত