সেনাবাহিনীকে বিতর্কিত করতে অপপ্রচার চালাচ্ছে : শামীম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৪ আসনের মহাজোট প্রার্থী ও সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, নির্বাচনকে বানচাল করতে যুদ্ধাপরাধী শক্তি ও পাকিস্তানি জঙ্গি সংগঠন আইএসআই বাংলাদেশের সেনাবাহিনীকে বিতর্কিত করতে ফেসবুকে এসব মিথ্যা অপপ্রচার করছে। শনিবার (২৯ ডিসেম্বর) বিকালে শহরের জামতলা এলাকায় নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান জানান, কিছু সংখ্যক অনলাইন ওয়েব সাইট ফেসবুকে মিথ্যা প্রপাগান্ডা এবং গুজব ছড়াচ্ছে। শুধু আমাকে নিয়ে ছড়াচ্ছেন তা নয়, আমাদের দেশ প্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্যে, যে সেনাবাহিনী আমাদের গর্ব, সেই সেনাবাহিনীকে নিয়ে গুজব ছড়াচ্ছে যে, শামীম ওসমানের বাড়ির চারিদিকে সেনাবাহিনী ঘিরে রেখেছে, শামীম ওসমানকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো বলেন, এটা শুধু আমাকে নিয়ে নয়, আরো যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে, তাদের নিয়েও বলা হচ্ছে যে, এখানে এত জন ওখানে অত জন গ্রেফতার হয়েছে। প্রকৃত পক্ষে এগুলো সবই ভুয়া এবং গুজব। সারা বাংলাদেশে এই বিষয়টি নিয়ে ব্যাপক ভাবে আলোচনা সৃষ্টি হয়েছে।

তিনি আশংকা প্রকাশ করে জানান, সেনাবাহিনীকে টার্গেট করা ছাড়াও স্বাধীনতা বিরোধী শক্তির এ ধরনের আরো অনেক প্রক্রিয়া থাকতে পারে এবং তারা দেশের বিভিন্ন স্থানে ভায়োলেন্স ঘটাতে পারে। আজ রাত থেকে তারা এ ধরনের চেষ্টা করবে। তাই আমি আমার দলের নির্দেশিত হয়েই আপনাদের (সাংবাদিকদের) সাহায্য কামনা করছি।

নির্বাচনের দিন হবে তাদের শেষ খেলা। তাই দেশের বিরুদ্ধে এ ষড়যন্ত্র  রুখতে গণমাধ্যমসহ সবার দায়িত্ব রয়েছে বলে তিনি মনে করেন। এ ব্যাপারে শামীম ওসমান সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

add-content

আরও খবর

পঠিত