নারায়ণগঞ্জ বার্তা ২৪ : অবশেষে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বিনার ওএসডি আদেশ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার (২৫ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ শাহীন ইমরান স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে ৪ ফেব্রুয়ারি হোসনে আরা বিনাকে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা থেকে ওএসডি করা হয়। এ ঘটনায় ৮ ফেব্রুয়ারি তিনি ক্ষোভ প্রকাশ করে এ বিষয়টি তুলে ধরে বিস্তারিত লিখে তা নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেন। এরপরই এ ঘটনাটি গণমাধ্যমে প্রকাশ পেলে ব্যাপক আলোচনা-সমালোচনা ঝড় উঠে।
এমনকি তার এই ওএসডি করার বিষয়টি নিয়ে জাতীয় সংসদেও নারায়ণগঞ্জের সাংসদ শামীম ওসমান ও মেহের আফরোজ চুমকি এ নিয়ে বক্তব্য রাখেন। শামীম ওসমান প্রশ্ন রেখে জানতেও চেয়েছিলেন কার নির্দেশে হোসনে আরা বিনাকে ওএসডি করা হয়েছে।
এসব ঘটনায় আলোচনা যখন তুঙ্গে তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই বিষয়ে হস্তক্ষেপ করেন এবং হোসনে আরা বিনার বিষয়টি দেখার জন্য নির্দেশনা প্রদান করেন। মূলত প্রধানমন্ত্রীর এমন নির্দেশনার পরই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ২৫ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করে বিনার ওএসডি আদেশ বাতিল করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ শাহীন ইমরান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, হোসনে আরা বিনার ওএসডি আদেশ বাতিল করা হয়েছে। এই আদেশ অতিদ্রুত কার্যকর করা হবে।
প্রসঙ্গত, হোসনে আরা বিনার আলোচিত ওই স্ট্যাটাসে একজন কর্মকর্তাকে তার ওএসডির পিছনে দায়ি করেছিলেন। কিন্তু কে সেই কর্মকর্তা তা তিনি প্রকাশ করেননি। এমনকি সেই কর্মকর্তার নাম এখনও পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তর থেকেও প্রকাশ করা হয়নি। অথবা হোসনে আরা বিনার ওএসডি’র পিছনে আদতে কোনো কর্মকর্তার হাত ছিলো কিনা সেটিও ধোঁয়াশার মধ্যেই থেকে যাচ্ছে।