সিয়াম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : দেওভোগে হোসেয়ারী শ্রমিক মিরাজুল রহমান সিয়ামের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে সিয়ামের পরিবার ও এলাকাবাসী। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সিয়ামের আত্মীয় ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। হত্যাকারীদের বিচার চেয়ে কান্নায় ভেঙ্গে পড়েরন নিহতের মা।

মানববন্ধনে নিহত সিয়ামের বাবা বলেন, আমার ছেলে কোন দোষ ছিল না। সে কোন খারাপ কাজে লিপ্ত ছিলো না। ওর নিজের ব্রেসলেট ফিরে পেতে চাওয়ায় তাকে খুন করে নিলয়। আমরা এই হত্যার বিচার চাই। আজ ৪ দিন হলো যখন নিলয় পুলিশের হাতে আছে তখন নিলয়ের সহযোগীদের কেন ধরা হচ্ছে না? আমার ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

প্রসঙ্গত, সোমবার (২৮ জানুয়ারি) সকালে শহরের ডিআইটি কলোনী থেকে হোসেয়ারী শ্রমিক সিয়ামের মরদেহ উদ্ধার করে পুলিশ। সিয়াম ফতুল্লার দেওভোগ লিচুবাগান এলাকার মসজিদ গলিতে অবস্থিত হামিদার বাড়ির ভাড়াটিয়া সোহেল মিয়ার ছেলে। সে শহরের উকিলপাড়া এলাকায় অবস্থিত আজিজুর রহমানের হোসিয়ারি কারখানায় কাজ করতো। সিয়ামের হত্যাকারী নিলয়কেও গ্রেফতার করেছে পুলিশ।

add-content

আরও খবর

পঠিত