নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : ফতুল্লার দেওভোগে হোসেয়ারী শ্রমিক মিরাজুল রহমান সিয়াম হত্যার প্রতিবাদ, অভিযুক্ত নিলয় ও সহকারিদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিকালে দেওভোগ লিচু বাগান থেকে বের হয়ে আলী আহম্মদ চুনকা সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, সোমবার (২৮ জানুয়ারি) সকালে শহরের ডিআইটি কলোনী থেকে হোসেয়ারী শ্রমিক সিয়ামের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের গলায় আঘাতে চিহ্ন থাকায় পুলিশ ধারণা করেছিলো তাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে।
পরিবারের লোকজন জানান, রবিবার রাত ৯টায় হোসিয়ারী থেকে বের হয় সিয়াম। এরপর সে বাসায় ফিরে না যাওয়ায় সকালে পরিবারের লোকজন সিয়ামকে খুজতে বের হয়। এসময় খবর পেয়ে কলোনির পিছনে পরে থাকা লাশ সনাক্ত করেন পরিবারের সদস্যরা।
এ ঘটনায় দুপুরের নিলয় নামে এক ঘাতককে আটক করে সদর মডেল থানা পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিয়াম হত্যাকান্ডে সে সরাসরি সম্পৃক্ত বলে নিশ্চিত করেছে।